পদ্মা সেতু প্রধানমন্ত্রীর উপহার: গোলাম দস্তগীর গাজী
২৩ জুন ২০২২ ২৩:৫৫
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্নের পদ্মা সেতু উপহার দিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাবিবনগর এলাকায় লায়ন হাবিবুর রহমান হারেজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হবে। তার প্রতি সবাইকে কৃতজ্ঞতা দেখাতে হবে। তিনি যা স্বপ্ন দেখেন, তা বাস্তবায়ন করেন। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে দেশি-বিদেশি বহু রকমের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু শেখ হাসিনা দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন তিনিই পারেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শীঘ্রই উন্নত দেশের তালিকায় স্থান পাবে। দেশব্যাপী রাস্তা, ঘাট, ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে। কর্ণফুলি টানেল হচ্ছে। এটি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই সম্ভব হয়েছে। বিগত সব সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার সবার উপরে স্থান করে নিয়েছে। দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিমসহ অনেকে।
এ সময় কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সারাবাংলা/একে