Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন পর নেত্রকোনার সঙ্গে রেল যোগাযোগ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ২০:৪৯ | আপডেট: ২৩ জুন ২০২২ ২১:৫৯

ঢাকা: বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ থাকার পর নেত্রকোনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃস্পতিবার (২৩ জুন) নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে হাওর এক্সপ্রেস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এ তথ্য জানা গেছে। রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এখন থেকে এই পথে রেল নিয়মিত চলবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ জুন সকালে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ইসলামপুর এলাকার রেলসেতু বন্যার পানির কারনে ভেঙে গেলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/জেআর/টিআর

রেল যোগাযোগ হাওর এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর