‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই’
২৩ জুন ২০২২ ২১:৩৯ | আপডেট: ২৩ জুন ২০২২ ২১:৪৬
চট্টগ্রাম ব্যুরো: আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও সরকার গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন। নগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতার প্রতিপক্ষ অপশক্তি কখনো বাংলাদেশ রাষ্ট্র মেনে নিতে পারেনি। তারা বাংলাদেশের কয়েকটি প্রজন্মকে বিভ্রান্তির চোরাবালিতে ডুবিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ বছর ধারাবাহিক ক্ষমতায় থেকে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। পদ্মা সেতু তার উজ্জ্বল দৃষ্টান্ত।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের কোনো বিকল্প নেই। সকল সংকীর্ণতা ও ব্যক্তিস্বার্থ পরিহার করে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।’
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘একটি অপশক্তি অরাজকতা ও নাশকতার মহড়া দিচ্ছে। জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এদের জন্ম ক্যান্টমেন্টে। এরা অতীতে অবৈধ পন্থায় ক্ষমতায় এসেছে এবং ক্ষমতা কুক্ষিগত করতে সাধারণ মানুষের স্বার্থকে বিসর্জন দিয়েছে। এই অপশক্তিকে প্রতিহত করা দেশপ্রেমিক জনগণের নৈতিক দায়িত্ব।’
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ও রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী।
সারাবাংলা/আরডি/টিআর
আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মাহতাব উদ্দিন চৌধুরী