Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি মন্ত্রণালয়ে ‘সোনার বাংলা’ নামে কোনো প্রকল্প নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ২০:১১ | আপডেট: ২৩ জুন ২০২২ ২০:১৮

ঢাকা: ‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প নেই বলে জানিয়েছে মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়। প্রতারণামূলক এ কাজে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়টি।

বৃহস্পতিবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি sites.google.com/view/sonarbanglap2022 শীর্ষক ওয়েবপেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞাপন

ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলা গড়ার অঙ্গীকার পূরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন ‘সোনার বাংলা প্রকল্প’ সারাদেশে মাঠ পর্যায়ে সর্ম্পৃক্ত হয়ে কৃষকদের মাঝে উন্নত মানের ধান বীজ, সার ও পুষ্টিকর ফসল বীজ বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ১ (এক) জন করে অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ১০ বছর। নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম এবং বিজ্ঞপ্তির ওপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় বলছে, প্রকৃতপক্ষে কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে, এমনকি কৃষি মন্ত্রণালয়ের অধীন ১৭টি দফতর ও সংস্থায় ‘সোনার বাংলা প্রকল্প’ নামে কোনো প্রকল্প বাস্তবায়নাধীন বা প্রক্রিয়াধীন পর্যায়ে নেই।

‘সোনার বাংলা প্রকল্প’ নামক একটি অপরিচিত বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম উল্লেখ এবং নিয়োগ বিজ্ঞপ্তির ওপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা একটি অনৈতিক ও বেআইনি কাজ। এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করে প্রতারিত হলে কৃষি মন্ত্রণালয় এবং এর অধীন দফতর বা সংস্থার কোনো কর্মকর্তা বা কর্মচারী দায়ী থাকবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/টিআর

কৃষি মন্ত্রণালয় সোনার বাংলা প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর