Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তির প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২২ ১৭:৩৩ | আপডেট: ২৩ জুন ২০২২ ১৯:৫৫

ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম ধাপের সাধারণ জ্ঞান অংশের ফল প্রকাশিত হয়েছে। পাসকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম দেড় হাজার শিক্ষার্থী অংকন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ঠিক কত সংখ্যক শিক্ষার্থী পাস করেছেন— এমন কোনো তথ্য জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা স্নাতকপূর্ব ভর্তির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) আবেদনকৃত নিজ প্রোফাইলে গিয়ে ফলাফল দেখতে পারবেন।

এদিকে, পাসকৃতদের মধ্যে প্রথন দেড় হাজার জন দ্বিতীয় ধাপের অংকন পরীক্ষায় অংশ নেবেন আগামী ২ জুলাই। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদের মধ্য থেকে ১৩০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এর আগে, গত ১৭ জুন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে সাত হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন।

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মোট ১০০ নম্বরের। দুটি অংশে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি হলো— সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী)। এ অংশে রয়েছে ৪০ নম্বর। অন্যটি হলো— অংকন (ফিগার ড্রইং)। এতে রয়েছে ৬০ নম্বর।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

চ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর