Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ঘর ভাঙছে মিডিয়া মুঘলের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২২ ১৬:৩২ | আপডেট: ২৩ জুন ২০২২ ১৮:০১

মিডিয়া মুঘল রুপার্ট মারডক এবং সাবেক সুপার মডেল জেরি হলের সংসার ভাঙছে। বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিলেন এ দম্পতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে, রুপার্ট মারডকের তিন দফা ছাড়াছাড়ি হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মার্কিন নাগরিক মারডকের এটি ছিল চতুর্থ বিয়ে। জেরি হল এর আগে বিয়ে করেছিলেন রোলিংস্টোন ব্যান্ডের মাইক জ্যাগারকে। জ্যাগারের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৬ সালে প্রথম দেখা হওয়ার চার মাসের মধ্যেই লন্ডনে বিয়ে করেন রুপার্ট মারডক আর জেরি হল।

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমস বলছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন।

প্রসঙ্গত, নিউজ করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান মারডক। ২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মারডক। বিশ্বের পাঁচ দেশে ১২০ পত্রিকার মালিক মারডক এবং পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক মারডক।

সারাবাংলা/একেএম

টপ নিউজ রুপার্ট মারডক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর