ছাত্রের ওপর যৌন নির্যাতনের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার
২৩ জুন ২০২২ ১৪:২৪ | আপডেট: ২৩ জুন ২০২২ ১৪:২৬
ঢাকা: রাজধানীর রামপুরায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রের ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তোভোগীর পরিবার। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রোকনুজ্জামান খানকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘রামপুরার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সে। তিন মাস ধরে যৌন নির্যাতন করে আসছিলেন একই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক রোকনুজ্জামান। স্কুল চলাকালীন টিফিনের সময় অন্যদের অনুপস্থিতিতে শিশুটির ওপর নির্যাতন চালানো হতো। কিন্তু ভয়ে বিষয়টি পরিবারকে জানাতে পারেনি সে।’
শিশুটির বাবা জানান, পরবর্তী সময়ে ওই শিক্ষককেই বাসায় টিউশনিতে রাখে শিশুটির পরিবার। তবে তার কাছে কিছুতেই পড়তে রাজি হয়নি। বরং ভয়ে শিক্ষকের কাছে যেতে চাইতো না। তখন বিষয়টি পরিবারের সন্দেহ হলে সন্তানের কাছ থেকেই জানতে পারে ভয়াবহ সব তথ্য। এ অবস্থায় অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এর আগে, মার্চে শিশুটির শরীরে স্পট দেখতে পেয়েছিলেন তারা। তবে বিষয়টি তেমন আমলে নেননি। অভিযুক্ত শিক্ষকের কঠোর বিচার দাবি করেন তারা।
রামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল সন্ধ্যায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এর পর ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম