Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ এখন উন্নয়নের মহাসড়কে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ২২:২৪

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনেতিক ও দারিদ্র্য বিমোচনে অবকাঠামো খাতের গুরুত্ব অপরসীম। বর্তমান সরকার ভৌত অবকাঠামো উন্নয়নকে বিশেষ অগ্রধিকার দিয়েছে। বরতাম সরকারের আমলে গত এক দশকে অবকাঠামো খাতে দৃশ্যমান হয়েছে আমূল পরিবর্তন। দেশ এখন উন্নয়নের মহাসড়কে।

বুধবার (২২ জুন) জাতীয় পার্টির ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশের উন্নয়নে বেশ কিছু বৃহদাকার প্রকল্প নিয়েছে। বর্তমানে বিভিন্ন পর্যায়ে তা বাস্তবায়নাধীন রয়েছে এবং হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য : ১) পদ্মা বহুমুখী সেতু নির্মান (খরচ ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ), ২) পদ্মা রেল সেতু প্রকল্প (৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা), ৩) রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র (১ লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা), ৪) রামপাল (১৩২০ মেগাওয়াট) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (১৬ হাজার কোটি টাকা), ৫) মাতারবাড়ি (১২ শ মেগাওয়ার্ড) আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট (৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা), ৬) ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (২৩ হাজার ৯৮৫ কোটি ৯৬ লাখ টাকা), ৭) এলএনজি টার্মিনাল ও গ্যাস পাইপ লাইন স্থাপন প্রকল্প কক্সবাজার, ৮) পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্প (৪ হাজার ৩৭৪ কোটি ৪৭ লাখ টাকা), ৯) দোহাজারী-রামু-কক্সবাজার এবং রামু-গুনদুম পর্যন্ত রেলপথ নির্মান প্রকল্প (১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ), ১০) পায়রা (১৩২ মেগা ওয়ার্ড) তাপ বিদ্যুৎ কেন্দ্র ( ২.৪৮ বিলিয়ন ডলার), ১১) ভাঙা জংশন গতে বরিশাল হয়ে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প (৪১ হাজার ৭৯৭ কোটি ৬০ লাখ টাকা), ১২) কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্প (২০১৫ কোটি ৬৫ লাখ টাকা),১৩) ১০০ টি অর্থ নৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ১৪) আশ্রয়ণ -২ প্রকল্প (৪৪৫০ কোটি ১৫ লাখ টাকা), ১৫) কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক ট্যানেল নির্মাণ প্রকল্প (১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা), ১৬) সাসেক-ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প, এ প্রকল্প বাস্তবায়নে ১৬ হাজার ৯১৮ কোটি ৫৯ লাখ টাকা খরচ ধরা হয়েছে বলে জানান প্রধাননমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ সব প্রকল্প গুলো বাস্তবায়ন করতে দেশের বৈদেশিক মুদ্রার ওপর কোনো প্রভাব পড়বে না। প্রকল্পগুলো বাস্তবায়ন দেশের অর্থনৈতিক, সামাজিক ও সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করার জন্য পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নেওয়া হয়েছে ও হচ্ছে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর