Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট ওসমানী বিমানবন্দর সচল হচ্ছে বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট
২২ জুন ২০২২ ২০:৫৬ | আপডেট: ২২ জুন ২০২২ ২২:৪১

সিলেট: বন্যার পানি রানওয়ের নিকটবর্তী এলাকায় উঠে যাওয়ায় এবং পানিতে অ্যাপ্রোচ লাইট তলিয়ে যাওয়ার কারণে বন্ধ থাকা সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর সচল হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার । সকাল থেকে অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক রুটে ফ্লাইট চালু করা হবে।

ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের রানওয়ের নিকটবর্তী স্থানে বন্যার পানি এসে অ্যাপ্রোচ লাইট ডুবিয়ে দিয়েছিল। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার বিকেল চারটা থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছিলো। সোমবার বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসে রানওয়ে পরিদর্শন কালে জানিয়েছিলেন- ফ্লাইট ওঠা-নামার উপযোগী হলে বিমানবন্দর চালু করা হবে।

বিজ্ঞাপন

সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন কাল থেকে ফ্লাইট চালুর নির্দেশনা তাদের কাছে এসেছে।

সারাবাংলা/একে

ওসমানী বিমানবন্দর সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর