Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৯:৪৬

ঢাকা: সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা মো. তাজকীন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২২ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।তার সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু সায়ীদ এবং মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গত ১৫ জুন তাজকীন আহমেদকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার পৌরসভার মেয়র মো. তাজকীন আহমেদ চিশতি সাতক্ষীরার পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

পরে এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট (রিট পিটিশন- ৭৪৬৬/২০২২) দায়ের করেন মো. তাজকীন আহমেদ চিশতি।

আজ ওই রিটের শুনানি নিয়ে আদালত তাজকীন আহমেদকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিতসহ রুল জারি করেছেন।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ পৌর মেয়র মো. তাজকীন আহমেদ সাতক্ষীরা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর