Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, খোয়ালেন ৮ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৮:৪৪

ঢাকা: রাজধানীর বনানীর কাকলী এলাকায় ছোট দুই ভাইয়ের বিদেশ যাওয়ার টাকা জমা দিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন শফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষক। অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ স্বজনদের।

বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বজনরা।

বিজ্ঞাপন

শফিকুল ইসলামের ছোট ভাই আব্দুস সামাদ বলেন, ‘আমাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। বড় ভাই শফিকুল গ্রামে কৃষি কাজ করে। আমাদের দুই ছোট ভাই আরিফ ও শরিফের সৌদি আরব যাওয়া কথা রয়েছে। শফিকুল সকালে গ্রাম থেকে দুই ভাইয়ের বিদেশে যাওয়ার আট লাখ টাকা নিয়ে ঢাকায় একটি অফিসে জমা দেওয়ার জন্য আসে।’

তিনি বলেন, ‘কিন্তু দুপুরে আমরা খবর পাই বনানীর কাকলী রাস্তার উপরে অচেতন অবস্থায় উপর হয়ে পড়ে আছে শফিকুল। পরে তাকে সেখান থেকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে জ্ঞান না ফেরায় পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অচেতন অবস্থায় শফিকুলকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তাদের অভিযোগ, অজ্ঞান পার্টির সদস্যরা আট লাখ টাকা নিয়ে গেছে। শফিকুলের স্টমাক ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অজ্ঞান পার্টি

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর