Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ জুলাই থেকে ১০ দিন দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৭:১১ | আপডেট: ২২ জুন ২০২২ ১৮:২০

ঢাকা: ইদুল আজহা সামনে রেখে ১ জুলাই থেকে ১০ জুলাইয়ের ১০ দিন রাত ১০টা পর্যন্ত ব্যবসায়ীদের মার্কেট ও শপিং মল দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে ১০ জুলাইয়ের পর থেকে ফের রাত ৮টাতেই মার্কেট, শপিং মল বন্ধ করতে হবে।

বুধবার (২২ জুন) শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আকতারুল ইসলাম বলেন, ২০ জুন থেকে সারাদেশে রাত ৮টার মধ্যেই মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। তবে ব্যবসায়ীরা ইদুল আজহা উপলক্ষে ১০ দিনের জন্য রাত ১০টা পর্যন্ত মার্কেট-মল খোলা রাখার দাবি জানিয়েছিলেন। জনসাধারণের সুবিধার্থে বিশেষ অবস্থা বিবেচনায় ১ জুলাই থেকে ১০ জুলাই— এই ১০ দিনের জন্য দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িকভাবে পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।

শ্রম মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, ১০ জুলাইয়ের পর আবারও আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ করতে হবে।

এর আগে, রোববার (১৯ জুন) শ্রম মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠক থেকে রাত ৮টায় শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে জানানো হয়, শ্রম আইনের ১১৪ ধারা কার্যকর করতে আগামীকাল সোমবার (২০ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/টিআর

দোকানপাট বন্ধ শ্রম মন্ত্রণালয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর