Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে কাভার্ডভ্যানের চাপায় সমবায় কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৬:৪৫

বরিশাল: বাবুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মো. ইউনুস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) সকালে উপজেলার পাংশা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ছিলেন। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনুস সকাল ৯টার দিকে বাসা থেকে রওনা দিয়ে কর্মস্থল মুলাদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমথ্যে ঘটনাস্থলে আসলে ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে চালক কাভার্ডভ্যানটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম সমবায় কর্মকর্তার মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় চালককে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

কাভার্ডভ্যানের চাপা সমবায় কর্মকর্তা নিহত