Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ জুলাই থেকে ইদের টিকিট বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৬:০৮ | আপডেট: ২২ জুন ২০২২ ১৬:৫৪

ফাইল ছবি

ঢাকাঃ পবিত্র ইদুল আজহা উপলক্ষে ট্রেন ভ্রমণের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১ জুলাই থেকে শুরু হবে। ওইদিন থেকে সকাল ৮টা থেকে ট্রেনের বিক্রি শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারও ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে বাকি অর্ধেক কাউন্টার থেকে বিক্রি হবে।

বুধবার (২২ জুন) রেলভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ১ জুলাই বিক্রি হবে ৫ জুলাই ভ্রমণের টিকিট, ২ জুলাই টিকিট বিক্রি হবে ৬ জুলাই ভ্রমণের জন্য, ৩ জুলাই বিক্রি হবে ৭ জুলাই ভ্রমণের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন ৯ জুলাই। এবারও প্রতিদিন সকাল ৮ টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এ সময় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, এবারও রাজধানীর ৬ স্টেশন থেকে যাত্রীরা ইদের টিকিট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকেও ইদের টিকিট সংগ্রহ করা যাবে। রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দেশের উত্তরাঞ্চলগামী সকল ট্রেনের টিকিট পাওয়া যাবে। কমলাপুরের শহরতলী স্টেশন থেকে পাওয়া যাবে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট।

এছাড়া বিমান বন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তনগর ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে। ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জের টিকিট পাওয়া যাবে ঢাকা তেঁজগাও স্টেশন থেকে। আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের। আর গত ইদে চালু করা ফুলবাড়ি স্টেশন থেকে সংগ্রহ করা যাবে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। এছাড়া পঞ্চগড়ের জন্য ইদ স্পেশাল ট্রেন ছেড়ে যাবে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই পবিত্র ইদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

সারাবাংলা/জেআর/এএম

ইদুল আজহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর