স্ন্যাক আইল্যান্ড পুনর্দখলের দাবি ইউক্রেনের
২২ জুন ২০২২ ১৪:০৫ | আপডেট: ২২ জুন ২০২২ ১৪:০৬
মঙ্গলবার (২১ জুন) কৃষ্ণ সাগরের স্ন্যাক আইল্যান্ডে রুশ সেনাদের তাড়িয়ে দিতে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনারা। বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ড রুশ সেনাদের বিরুদ্ধে ওই দ্বীপে জয় পাওয়া গেছে বলে দাবি করেছে।
বিবৃতিতে ইউক্রেন সেনা কমান্ড জানায়, স্ন্যাক আইল্যান্ড দখলের জন্য একটি নতুন সেনা অভিযান চালানোর উপর এ বিজয় এসেছে। দ্বীপটিতে বিভিন্ন সামরিক শক্তি ব্যবহার করে রুশ সেনাদের উপর লক্ষ্যবস্তু হামলা চালানো হয়। এর ফলে রুশ সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবি থেকে দেখা যায়, মঙ্গলবার থেকে স্ন্যাক আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানে গাছপালা পুড়ে গেছে।
ইউক্রেনীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের হামলায় রাশিয়ান পান্তশির অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, একটি রাডার স্টেশন এবং দ্বীপটির যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার বিভিন্ন এলাকায় মোট ১৫০টি হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪৯ রুশ সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনীর এসব দাবির সত্যতা স্বাধীন কোনো সংস্থা বা কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করা যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। হামলার শুরুর দিকে কৃষ্ণ সাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপটি দখল করে নেয় রাশিয়া। এবার দ্বীপটি পুনর্দখলের দাবি করল ইউক্রেন।
সারাবাংলা/আইই