Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২২ ১১:৩৩ | আপডেট: ২২ জুন ২০২২ ১১:৫৩

পাকিস্তানের পাঞ্জাবে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা জারি করেছে ওই প্রদেশের প্রশাসন। মঙ্গলবার (২১ জুন) পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আতা তারা জরুরি অবস্থা ঘোষণা করেন।

পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্য ডনকে জানান, প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে। শিশুরাও যৌন নির্যাতিত হচ্ছেন। এ পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই প্রদেশের আইনমন্ত্রী মালিক মোহাম্মদ আহমেদ খান এ ব্যাপারে বলেন, মন্ত্রিসভা কমিটি ধর্ষণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সব মামলা বিশেষভাবে পর্যালোচনা করবে। যৌন নির্যাতনের ঘটনা সমাজে যাতে না ঘটে সেজন্য সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হবে।

পরিস্থিতি উত্তরণে ধর্ষণবিরোধী সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা শুরু করেছে পাঞ্জাব সরকার। স্কুলে শিশুদের যৌন সহিংসতার ব্যাপারে আলাদাভাবে সচেতনতা বৃদ্ধির অভিযান শুরু হয়েছে।

সারাবাংলা/আইই

ধর্ষণ পাকিস্তান পাঞ্জাব পাঞ্জাব জরুরি অবস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর