শনিবার উদ্বোধন, পদ্মা সেতুর অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী
২২ জুন ২০২২ ১১:১৫ | আপডেট: ২২ জুন ২০২২ ১১:২১
ঢাকা: আর মাত্র দুই দিন পর উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। সংবাদ সম্মেলনে এসে সেই সেতুর অগ্রগতির চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতেই বন্যা পরিস্থিতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এরপরই পদ্মা সেতুর বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৯৪ দশমিক ৫০ শতাংশ ও সার্বিক আর্থিক অগ্রগতি ৯১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৯ দশমিক ৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৯৮ দশমিক ৩৯ শতাংশ।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
অন্যদিকে, পদ্মা সেতু প্রকল্প ঘিরে নদীশাসনেরও বড় কাজ ছিল। মঙ্গলবার পর্যন্ত সেই কাজের ভৌত অগ্রগতি ৯৪ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮৯ দশমিক ১০ শতাংশ।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ জুন (শনিবার) বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হবে, ইনশাল্লাহ। পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। প্রমত্তা পদ্মা নদী দেশের দক্ষিণাঞ্চলকে রাজধানী ঢাকা এবং অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। দক্ষিণাঞ্চলে বসবাসকারী মানুষেরাই জানেন, কী ঝুঁকি নিয়ে আর কত কষ্ট ও সময় ব্যয় করে তাদের রাজধানীতে পৌঁছাতে হয়।
সারাবাংলা/এনআর/টিআর
টপ নিউজ পদ্মা সেতু পদ্মা সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন