Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অননুমোদিত ভবন ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ১৯:১০ | আপডেট: ২২ জুন ২০২২ ০১:০৭

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকায় অনুমোদিত পরিকল্পনাবিহীন ভবন নির্মাণ করায় তা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে রাস্তার ওপর নির্মিত ভবনের অংশসহ রাস্তার সীমানা থেকে ৪ ফুট জায়গায় নির্মিত ভবনের অবকাঠামো ভেঙে দেন। এছাড়া ভবন মালিকের নামে অনুমোদন করা ৬ তলা ভবনের অনুমোদনও বাতিল করেছে সিটি করপোরেশন।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, অনুমোদিত পরিকল্পনার বাইরে ভবন নির্মাণ করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিটি করপোরেশন নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজাহান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

অননুমোদিত ভবন ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর