Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল মায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ২২:৪৬ | আপডেট: ২১ জুন ২০২২ ২৩:৫০

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। নৌকা উল্টে গিয়ে মেয়ে পানিতে পড়লে তাকে বাঁচাতে গিয়েই বন্যার পানিতে ডুবে মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) দুপুরের দিকে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে প্রাণ হারানো জুলেখা বেগম (৩২) জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, জুলেখা বেগম সাত বছর বয়সী মেয়ে তানজিনাসহ আট জনকে নিয়ে ডিঙি নৌকায় চড়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন। বাতাসের তোড়ে নৌকা উল্টে গেলে সবাই পানিতে পড়ে যায়। এসময় মেয়ে তানজিনাকে এক হাতে এবং আরেক ভাতিজিকে আরেক হাতে নিয়ে হাবুডুবু খেতে থাকেন জুলেখা। একপর্যায়ে মেয়েকে অন্যদের হাতে তুলে দিতে পারলেও জুলেখা নিজে পানিতে ডুবে প্রাণ হারান।

নৌকাডুবির খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে দুর্ঘটনাস্থলে যান। তারা নৌকায় থাকা সবাইকে খুঁজে পেলেও শেষ পর্যন্ত জুলেখার মরদেহ উদ্ধার করেন পানি থেকে। নৌকার আরেক যাত্রী সেলিম নামে এক কিশোর আহত হয়েছে। তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার জানান, বন্যার পানিতে ছোট্ট ডিঙি নৌকায় ছেলে-মেয়েসহ আট জন ছিল। নৌকা উল্টে গেলে সবাই পানিতে পড়ে যায়। জুলেখা তার মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। মেয়েকে বাঁচাতে পারলেও নিজে আর বাঁচতে পারেননি। স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/টিআর

নৌকা ডুবি মায়ের মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর