Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম নিয়ে ইসির মতবিনিময়ে অংশ নেয়নি বিএনপিসহ ৫ দল

স্পেশাল করেসপন্টেন্ট
২১ জুন ২০২২ ১৬:১৫ | আপডেট: ২১ জুন ২০২২ ১৭:৪৩

ঢাকা: নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় পর্বের মতবিনিময়ে বিএনপিসহ পাঁচ রাজনৈতিক দল অংশ নেয়নি।

মঙ্গলবার (২১ জুন) বিকেল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩টি রাজনৈতিক দলকে মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে অংশ নিয়েছে আটটি দল।

ইসির মতবিনিময় সভায় অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামি ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ।

দেশের অন্যতম বিরোধীদল বিএনপিসহ বাকি পাঁচটি দল এতে অংশ নেয়নি। দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল)।

বিকেল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এতে ইসি কমিশনার বিগেডিয়াল জেনাবেল (অব.) আহসান হাবিব খান, মো. আলমগীর, বেগম রাশিদা সুলতানা, ইসি সচিব খোন্দকার হুমায়ন কবির।

এর আগে, গত ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ১১টি দল অংশ নেয়। আগামী ২৬ জুন আওয়ামী লীগসহ বাকি ১৩টি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জিএস/পিটিএম

৫ দল ইভিএম ইসি বিএনপি মতবিনিময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর