Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুই নারীসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ১৫:৫৫

মেহেরপুর: মেহেরপুরে পৃথক স্থানে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক কৃষক নিহত ও দুই নারীসহ ৪ জন আহত হয়েছেন। নিহত আবু বক্কর সিদ্দিক মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার গোপালপুর গ্রামের আঙ্গুরা খাতুন (৩০) ও রাজাপুর গ্রামের কহিনুর বেগম (২৫) ও রাধাকান্তপুর গ্রামের কৃষক আহসান আলী (৪০) ও রহমতুল্লাহ।

আহত আঙ্গুরা ও কহিনুরের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলাল সুমন।

স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর সিদ্দিক স্থানীয় মাঠে ধান রোপণ করছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বেলাল সুমন জানান, আহত দুই নারীর অবস্থা আশংকাজনক। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের।

সারাবাংলা/এআই/এমও

কৃষকের মৃত্যু বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর