‘পানি যাওয়ার জায়গা নাই, পানি যাওয়ার জায়গা তো লাগবে’
২১ জুন ২০২২ ১৩:১২ | আপডেট: ২১ জুন ২০২২ ১৩:২২
সিলেট: অবকাঠামো নির্মাণে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় এই সিলেটেই প্রত্যেক বাড়ির সামনে পানি যাওয়ার ড্রেন ছিলো। এখন বিল্ডিং বানিয়ে এমন অবস্থা… পানি যাওয়ার জায়গা নাই। পানি যাওয়ার জায়গা তো লাগবে।’
মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্যা নিয়ে না ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশের মানুষকে সব সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই চলতে হবে। আমাদের অবকাঠামোগুলোও সেভাবে তৈরি করতে হবে।’
দুর্গত এলাকার পরিস্থিতি দেখার পর সিলেট সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এসময় ছোট বেলায় সিলেটে বেড়াতে যাওয়ার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তখন বিশাল বিশাল ড্রেন ছিল, সব বাড়ির সামনে পানি যাওয়ার ড্রেন ছিল, তার ওপর স্ল্যাব দিয়ে চলাচলের ব্যবস্থা ছিলো। দুর্ভাগ্য, এখন কিন্তু নাই। সে সময় যারা তৈরি করেছিলেন, প্রকৃতির কথা চিন্তা করেই করেছেন। কিন্তু এখন আমাদের সময়ে যারা করছেন, তারা হয়তো চিন্তা ভাবনা করছেন না।’
এর আগে, মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বন্যা পরিস্থিতি দেখতে ঢাকা থেকে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। দুই জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/এমও