হবিগঞ্জে আড়াই লাখ মানুষ পানিবন্দি
২১ জুন ২০২২ ১২:০৭ | আপডেট: ২১ জুন ২০২২ ১৩:২৬
হবিগঞ্জ: সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে হবিগঞ্জে। জেলা সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাই উপজেলার বন্যা পরিস্থতির আরও অবনতি হয়েছে। এসব উপজেলার নিম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই আজমিরীগঞ্জ-কাকাইছেও ও নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে যাতায়াত বন্ধ হয়ে গেছে।
বন্যার পানি বৃদ্ধিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। ইতোমধ্যেই আক্রান্তদের ৯৩টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে দেওয়া হয়েছে। তারা এখন খাবার সংকটে পড়ছে। বাড়ছে খাবারের জন্য হাহাকার।
আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বাসভাসিদের অভিযোগ, বাড়িঘর বন্যায় ডুবে যাওয়ার কারণে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখানে এসে পাননি কোনো ধরনের ত্রাণ সহযোগিতা। অনেকেই আবার বাড়ি থেকে যা নিয়ে আসছিল, সেই খাবার শেষ হয়ে যাওয়ার বিপাকে পড়েছে।
আজমিরীগঞ্জের বিভিন্ন বন্যা পরিদর্শনের গিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান জানিয়েছেন, বন্যাকবলিত মানুষের পাশে জেলা প্রশাসন আছে। তাদেরকে সাধ্যমতে শুকনো খাবার দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এএম