Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
২১ জুন ২০২২ ০৮:২৯ | আপডেট: ২১ জুন ২০২২ ১১:৫০

প্রতীকী ছবি

রংপুর: মিঠাপুকুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জুন) রাত পৌনে ১২টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি মহাসড়কের তালিমগঞ্জ বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ট্রাক চাপায় মারা যাওয়া শফিক ও ইমনের বাড়ি উপজেলার তিলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বলে জানিয়েছে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিঠাপুকুর তালিমগঞ্জ বাজার এলাকায় সংযোগ রাস্তা দিয়ে পার হওয়ার সময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শফিক ও ইমন মারা যান।

ওসি জানান, নিহতদের লাশ উদ্ধারের পর থানায় রাখা হয়েছে, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমও

ট্রাকচাপা মোটরসাইকেল মোটরসাইকেল আরোহী রংপুর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর