Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নূরনবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ২২:৫০

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২০ জুন) এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চচস এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

যমুনা টিভিতে একটি সংবাদ প্রচারের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় গত ২১ মার্চ অভিযোগ গঠন করেন ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল। এই অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নূরনবী সরকার।

আজ নূরনবী সরকারের আবেদনের শুনানি নিয়ে আদালত মামলাটি স্থগিত করে রুলসহ আদেশ দেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

মামলা স্থগিত যমুনা টিভি সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর