Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মানুষ এই সরকারকে প্রত্যাখান করবে: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ২১:৫৯

ময়মনসিংহ: বর্তমান সরকারকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সরকার যদি এতই উন্নয়ন করে থাকেন, দেশের জন্য এত কিছুই করে থাকেন তাহলে সাহস থাকলে সুন্দর একটা ভোটের পরিবেশ তৈরি করে দেখুন। এই দেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। মানুষের হৃদয়ে আপনাদের ঠাঁই নাই। আমরা দেখি নৌকা ভেসে থাকে। কিন্তু নৌকায় যখন নাস্তিকরা উঠে তখনই নাস্তিকদের ভারে নৌকা ডুবে যায়।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুন) বিকেলে নগরীর ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ মাঠে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীণ হযরত আয়েশা (রা.) এর শানে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ, কথিত গণকমিশন কর্তৃক দেশের সম্মানিত ১১৬ জন আলেম, এক হাজার মাদরাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্ত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে অনুষ্ঠিত বিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সংগঠনের তথ্য বিষয়ক উপদেষ্টা মাওলানা উবায়দুর রহমান খান নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, জিএম রুহুল আমীন, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ্ব আব্দুর রহমান, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদসহ বিভাগ ও জেলা নেতৃবৃন্দ । এরআগে বিভাগের বিভিন্ন জেলা ও থানা থেকে মিছিলসহ সমাবেশে যোগদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এসএসএ

চরমোনাই পীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর