ধর্ম অবমাননার অভিযোগ: থানায় হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত ২১
২০ জুন ২০২২ ১৯:৩৪ | আপডেট: ২০ জুন ২০২২ ২১:২২
বাগেরহাট: ফেসবুকে এক কলেজ ছাত্রীর কটূক্তি ও ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চিতলমারী থানায় হামলা, পুলিশের দুটি গাড়ি, ৪টি মোটরসাইকেলসহ থানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করেছে। সোমবার (২০ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
উত্তেজিত জনতার হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ জানায়, সরকারি সম্পদ রক্ষা ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুঁড়লে অনেকেই গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে ৯ জন চিতলমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পরিবেশ শান্ত রাখতে বাগেরহাট থেকে চিতলমারী থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, চিতলমারীর শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণির এক সনাতন শিক্ষার্থী তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর করে পোস্ট দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার রাতে চিতলমারী পুলিশ রনিত বালা রনিকে তার ব্যবহৃত মোবাইলসহ আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেজ ছাত্রী রনি জানায় তার আইডি হ্যাক করে অন্য কেউ এই পোস্ট দিয়েছে।
এরপর বিষয়টি নিয়ে সোমবার স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে উত্তেজিত জনতা চিতলমারী থানার সামনে জড়ো হয়ে কলেজ ছাত্রী রনি’র বিচারের দাবি জানাতে থাকে।
একপর্যায়ে তারা চিতলমারী থানা ভবনকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। থানা কম্পাউন্ডে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও থানার পিকআপ, ৪টি মোটরসাইকেলসহ থানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করেছে। উত্তেজিত জনতার হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, কলেজ ছাত্রী রনিত বালা রনি’র ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ বা সে নিজে পোস্ট দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা সদর থেকে ঊর্ধ্বতন অফিসারের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও
থানায় হামলা ধর্ম অবমাননার অভিযোগ পুলিশ বাগেরহাট ভাঙচুর মোটরসাইকেল