Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীঘিনালায় পানিবন্দি কয়েকশ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১৮:৩২ | আপডেট: ২০ জুন ২০২২ ১৮:৩৯

খাগড়াছড়ি: জেলার দীঘিনালা উপজেলায় টানা ৩ দিনের বন্যায় মেরুং ও কবাখালী ইউনিয়নের কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে উজান থেকে পানি নামায় বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকার অনেক অভ্যন্তরীণ সড়ক। তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি। দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট।

১ নম্বর মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকী জানান, মেরুং ইউনিয়নে ২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গত রাত থেকে ৫০ পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। আশ্রিতদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৩ নম্বর কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা জানান, শান্তিপুর, নারিকেল বাগানসহ বেশ কয়েকটি এলাকার শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এদের পর্যায়ক্রমে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে আসা হবে।

সারাবাংলা/এসএসএ

পানিবন্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর