Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট পেত্রো

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২২ ১৭:০৯ | আপডেট: ২০ জুন ২০২২ ১৮:৪৬

কলম্বিয়ার রাজধানী বোগোতার সাবেক বামপন্থি মেয়র এবং বিদ্রোহী গেরিলা যোদ্ধা গুস্তাবো পেত্রো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববারের (১৯ জুন) রান-অফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডানপন্থি প্রার্থী ধনকুবের রোদোলফো এরনান্দেজকে পরাজিত করেন।

পেত্রো মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ আর এরনান্দেজ ৪৬ দশমিক ৯ শতাংশ পেয়েছেন। এভাবে প্রতিদ্বন্দ্বীকে সাত লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হন।

এম-১৯ গেরিলা মুভমেন্টের সাবেক সদস্য ৬২ বছর বয়সী এ নেতা নিজের জয়কে ‘ঈশ্বর ও মানুষের জন্য বিজয়’ বলে বর্ণনা করেছেন, জানিয়েছে বিবিসি।

টুইটারে তিনি লিখেছেন, আজ দেশের যে খুশির বন্যা বয়ে যাচ্ছে তা বহু কষ্টকে লাঘব করবে।

তার রানিং মেট ফ্রান্তিয়া মার্কেজ দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি একজন অবিবাহিত মা ও সাবেক গৃহকর্মী। এরনান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে পরাজয় স্বীকার করে নিয়েছেন। টিকটক ভিডিওর অপ্রচলিত প্রচারণার ওপর নির্ভর করে ব্যাপক জনসমর্থন গড়ে তুলেছিলেন তিনি।

কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইভান দুকে টুইটারে বলেছেন, তিনি বিজয়ী পেত্রোকে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন।

সারাবাংলা/একেএম

কলোম্বিয়া প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর