Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার তোড়ে ভেঙে গেলো ৬ কোটি টাকার সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১৬:৫৭

জামালপুর: বন্যায় পানির প্রবল স্রোতে জামালপুরের মাদারগঞ্জ-সারিয়াকান্দি আন্তঃজেলা সংযোগ সড়কের ২০০ মিটার ভেঙে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল।

সোমবার (২০ জুন) সকালে পৌর এলাকার গাবেরগ্রাম অংশে সড়কটি ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা।

জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ বিভাগের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ কাজ শেষ হয় গত মে মাসে। প্রবল স্রোতে বন্যার পানির প্রবেশ করায় পৌর এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্প চেয়ারম্যান ও বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম জানান, গত মে মাসে সরকারি প্রাক্কলন মোতাবেক সড়কের কাজ শেষ করা হয়। তবে সোমবার সকালে যমুনার প্রবল স্রোতে সড়কের গাবেরগ্রাম অংশের ২০০ মিটার ভেঙে যায়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, ‘কাবিখা প্রকল্পের আওতায় ৬ কোটি টাকা ব্যায়ে সড়কটি নির্মাণ করা হয়েছিল। সকালে যমুনার পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সড়কের ২০০ মিটার ভেঙে যায়।’

সারাবাংলা/এমও

জামালপুর প্রবল স্রোত বন্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর