পুটখালী সীমান্ত থেকে চিতা বাঘ উদ্ধার
লোকাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১৪:১২ | আপডেট: ২০ জুন ২০২২ ১৬:১৯
২০ জুন ২০২২ ১৪:১২ | আপডেট: ২০ জুন ২০২২ ১৬:১৯
বেনাপোল: শার্শা উপজেলার বেনাপোল পুটখালী সীমান্ত থেকে একটি চিতাবাঘ উদ্ধার করেছে শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তারা। সোমবার (২০ জুন) বেলা ১১টার দিকে বাঘটিকে উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সকালে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থায়ীরা বন বিভাগে খবর দিলে সেখান থেকে চিতা বাঘটি উদ্ধার করে নিয়ে যান তারা। বাঘটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল ও বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ভুইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিতা বাঘটি উপজেলা বনবিভাগের হেফজতে আছে।
সারাবাংলা/এএম