Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ ১২, টেটাবিদ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১১:৫৫

নরসিংদী: রায়পুরা উপজেলায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ ও ২ জন টেটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২০ জুন) সকলে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ ও পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মাসে এ নিয়ে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বার এর গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় নলাবাটা গ্রামের ১২ জন ছিটা গুলি ও ২ জন টেটাবিদ্ধ হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যায় স্বজনরা। সংঘর্ষ থেমেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে বলে জানিয়েছে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ি।

সারাবাংলা/এএম

টপ নিউজ টেটাবিদ্ধ নরসিংদী

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর