ফ্রান্সের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ম্যাখোঁর দল
২০ জুন ২০২২ ০৯:৫৭ | আপডেট: ২০ জুন ২০২২ ১১:৫৫
ফ্রান্সের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দল। এর ফলে জাতীয় পরিষদে নিয়ন্ত্রণ হারিয়েছেন প্রেসিডেন্ট। মাত্র দুই মাস আগে গত এপ্রিলে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ম্যাখোঁ। এবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।
রোববার দেশটির জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলে। দিবাগত রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ইমানুয়েল ম্যাখোঁর সেন্ট্রিস্ট পার্টি এগিয়ে থাকলেও গতবারের চেয়ে বেশ কয়েকটি আসন হারিয়েছে। তবে বাম জোট ও ডানপন্থীরা মিলে নির্বাচনে বহু আসনে জয় পেয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পূর্ণ ফলাফল অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দলের নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৪৫টি আসন। উল্লেখ্য ফ্রান্সের ৫৭৭ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৮৯টি আসনের প্রয়োজন হয়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইমানুয়েল ম্যাখোঁ। এখন বাধ্য হয়েই তাকে নতুন জোটসঙ্গী খুঁজতে হবে।
গত এপ্রিলে ম্যাখোঁ দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে জয় পেয়ে কর ছাড়, অবসরের বয়স বাড়ানোর মতো একাধিক সিদ্ধান্ত কার্যকরের পথে হাটছিলেন। তবে জাতীয় পরিষদে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে এসব উদ্যোগ বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পার্লামেন্টে জয় পাওয়া অনেক সদস্য মনে করেন অবসরের বয়স ৬৫ এর বেশি বাড়ানো উচিত নয়।
এবারের নির্বাচনে ম্যাখোঁর ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী পরাজিত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ব্রিগিট বোরগুইনন, সামুদ্রিক মন্ত্রী জাস্টিন বেনিন, ইউরোপ বিভাগের মন্ত্রী ক্লেমেন্ট বিউনি, পরিবেশমন্ত্রী অ্যামিলি ডে মন্টাকেলিন পরাজিত হয়েছেন। ফলে তারা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে পারেন।
সারাবাংলা/আইই