Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক: মেয়র হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ২০:৪৫ | আপডেট: ১৯ জুন ২০২২ ২০:৪৮

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্নকে জাগরণ করেছে। পদ্মা সেতু আমাদের আবেগের নাম। জাতীয় অহংকার ও সাহসের আরেক নাম, সক্ষমতার প্রতীক। আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামের এক উজ্জ্বল মাইলফলক। বিপুল আগ্রহ নিয়ে বাংলাদেশের সংগ্রামী মানুষ দুই চোখ ভরে আমাদের আত্মশক্তির এ প্রতীকটি দেখছে।’

রোববার (১৯ জুন) বিকালে রূপসী নিউমডেল হাই স্কুল অ্যান্ড ক‌লেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মু‌জিব গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তারাবো পৌরসভার মেয়র ব‌লেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণের টাকায় ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু করব। দেশের জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন। দেশ‌ বি‌রোধী বিএনপি-জামায়াত জো‌টের কোন ষড়যন্ত্রই সফল হয়নি।’

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ ক‌রে মেয়র হাছিনা গাজী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিতে কাজ করছে। শিক্ষকদের সুযোগ-সু‌বিধাও বৃ‌দ্ধি করা হয়েছে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা‌ সহকারী ‌শিক্ষা অফিসার তাস‌লিমা সুলতানার সভাপ‌তিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, রূপগঞ্জ উপ‌জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হি‌ন, রূপসী নিউমডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর-র‌শিদসহ অনেকে।

সারাবাংলা/এমও

পদ্মা সেতু মেয়র সক্ষমতার প্রতীক হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর