Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জুয়া খেলার সময় বজ্রপাত, ৬ জুয়ারি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ২০:১৯

বগুড়া: শিবগঞ্জে বজ্রপাতে ৬ জুয়ারি আহত হয়েছেন। রোববার (১৯ জুন) বিকাল ৪টার দিকে মহাস্থানগড় এলাকার একটি বাগানে জুয়া খেলার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, রোববার বিকাল ৪টায় গড়মহাস্থানের উত্তরপাড়ায় মোবারকের চাপর নামের ইউক্যালিপটাসের বাগানে জুয়া খেলা অবস্থায় বজ্রপাতে ৬ জন জুয়ারি আহত হয়।

বিজ্ঞাপন

আহতরা হলো- জুয়েল, সুমন, মোমিন, এলিম, রব্বানী ও মন্টু। এদের মধ্যে সুমন, এলিম ও রব্বানীকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, ‘কিছু যুবক জুয়া খেলার সময় বজ্রপাতে আহত হয়েছে। আহত অবস্থায় ৩ জনকে মেডিকেলে নেওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এমও

জুয়া খেলা জুয়ারি বগুড়া বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর