বগুড়ায় বিপৎসীমার ওপরে যমুনা, পানিবন্দি অর্ধলাখ মানুষ
১৯ জুন ২০২২ ১৯:২১ | আপডেট: ১৯ জুন ২০২২ ২০:৪৬
বগুড়া: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে বগুড়ার সারিয়াকান্দির কাছে যমুনা নদীর পানি বেড়েই চলছে। রোববার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা।
যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকার বসতবাড়ি, ফসলি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির জানান, উপজেলায় ২৬টি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে আক্রান্ত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা আফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বন্যার পানি প্রবেশ করেছে।
উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, ৫৫০ হেক্টর জমির পাট, ১৭০ হেক্টর আউশ, ২ হেক্টর ভুট্টা এবং ৪ হেক্টর জমির সবজি ফসল বন্যার পানিতে ডুবে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯টি ইউনিয়নের ৬৯টি গ্রাম এবং পৌরসভার ৪টি গ্রামসহ উপজেলায় ৭৩টি গ্রামের ১৩ হাজার ২৫০টি পরিবারের ৫৩০০০ মানুষ পানিবন্দি হয়ে আছে।
সারাবাংলা/এমও