সোমবার থেকে রাত ৮টার পর সারাদেশে দোকানপাট বন্ধ
১৯ জুন ২০২২ ১৮:২৭ | আপডেট: ১৯ জুন ২০২২ ২০:২২
ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সারাদেশে রাত ৮টার পর দোকানপাট, বিপণী বিতান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে বিভিন্ন অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামীকাল সোমবার (২০ জুন) থেকে।
রোববার (১৯ জুন) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে এই বৈঠকটি আহ্বান করা হয়। শ্রম আইনের ওই ধারায় বলা রয়েছে, দোকান বা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে; কোন এলাকায় কোন প্রতিষ্ঠান কোন দেড় দিন সম্পূর্ণ বন্ধ থাকবে, তা প্রধান পরিদর্শক নির্ধারণ করবেন এবং কোনো দোকান রাত ৮টার পর খোলা রাখা যাবে না।
আরও পড়ুন- রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ
জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সারাবাংলাকে বলেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল ও বাজার বন্ধ থাকবে। তবে জরুরি সেবা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন— হাসপাতাল, ফার্মেসি, কাঁচাবাজার— এগুলো খোলা থাকবে।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে বসে আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। প্রধানমন্ত্রী যে অনুশাসন-নির্দেশনা দিয়েছেন, এটি আমাদের আইনেও আছে। এর প্রতিপালন আগামীকাল (সোমবার) থেকেই শুরু হবে।
শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সারাবাংলাকে বলেন, আগামীকাল (সোমবার) থেকে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল ও বাজার বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, দোকান মালিক সমিতিসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- রাত ৮টার পর ঢাকা শহর বন্ধ করতে চান মেয়র তাপস
বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মহ. শের আলী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ছাইফুল ইসলামসহ সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১০ জুন এক সেমিনারে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, ১ জুলাই থেকে রাত ৮টার পর সব দোকানপাট বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হবে। তিনি অবশ্য তার সিটি করপোরেশনের অধীন এলাকার জন্যই এ উদ্যোগের কথা জানান। পরে গত শুক্রবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একই উদ্যোগ নিতে বলা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে রাত ৮টার পর দোকান, বিপণী বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই চিঠিতে শুক্রবার সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়।
সারাবাংলা/ইএইচটি/টিআর