Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবহার মামলায় গায়ক ইলিয়াসের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৮:১১ | আপডেট: ১৯ জুন ২০২২ ১৮:১৪

ঢাকা: অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগের মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে চার্জগঠন গঠনের আদেশ দিয়েছে আদালত। এর ফলে মামলাটি বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

রোববার (১৯ জুন) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম চার্জগঠনের আদেশ দেন। একই সাথে আগামী ২৪ জুলাই সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ (অরেঞ্জ) আসামির বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন।

তবে এদিন ইলিয়াস হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন। বাদী সুবহাও আদালতে আসেননি। এরপর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক আলম এ সব তথ্য নিশ্চিত করেন।

গত ২২ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

সুবহার মামলার অভিযোগে বলা হয়, ২০২১ বছর সেপ্টেম্বরে সুবহার সাথে ইলিয়াসের পরিচয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সুবহার পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা মোতাবেক ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্রান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হয়নি। এরমাঝে সুবহা জানতে পারে ইলিয়াসের একাধিক বিয়ে রয়েছে এবং অসংখ্য প্রেমের সম্পর্ক চলমান। এরই মাঝে ইলিয়াস সুবহার কাছে ফ্ল্যাট কেনাবাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবহার মায়ের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। তাকে আড়াইলাখ টাকা দেয় সুবহার পরিবার। পরবর্তী সময়ে গত ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও গাড়ী কেনার জন্য ৮০ লাখ টাকার জন্য চাপ দেয়। এনিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এরই জেরে রাত ৮টার দিকে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরদিন আবারও ৮০ লাখ টাকা যৌতুক চায়। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে ইলিয়াস সুবহাকে কিল-ঘুষি-লাথি ও চুলের মুঠি ধরে মাথা দেয়ালের সঙ্গে ঠুকে জখম করে।

ওই ঘটনায় গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন সুবহা।

সারাবাংলা/এআই/একে

অভিনেত্রী সুবহা গায়ক ইলিয়াস যৌতুক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর