Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৮:১১

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তিযোদ্ধা পল্লীতে বসবাসরত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে রিয়াতি মূল্যে সরকারি অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে জেলা প্রশাসক মো. এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতির মুক্তিযোদ্ধারা।

রোববার (১৯ জুন) দুপুরে স্মারকলিপি দেওয়ার আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ট্রাস্ট পুনর্গঠন ও কার্যকর করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এসময় ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রব, আবুল কালাম আজাদ, ইউনুস আলী, আবুল হোসেন, সতেন্দ্র কুমার দাস, মো. শাহজাহান, মো. হেলাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

পুনর্গঠন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবন স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর