Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৮:০৯ | আপডেট: ১৯ জুন ২০২২ ১৯:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

ঢাকা: ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সিলেট অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা কবলিত মানুষের দুর্দশা সরেজমিনে পর্যবেক্ষণ করতে আগামী পরশু মঙ্গলবার (২১ জুন) তিনি সিলেট যাবেন।

রোববার (১৯ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে সিলেট যাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সিলেটে বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রকৃত চিত্র নিজ চোখে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ কর্মসূচিতেও অংশ নিতে পারেন তিনি।

প্রধানমন্ত্রীর সিলেটে সফর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সিলেট যাচ্ছেন আগামীকাল সোমবার (২০ জুন)। এ বিষয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রেস সচিবসহ অন্যান্য কর্মকর্তারা কথা বলেছেন।

এর আগে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের চেরাপুঞ্জি ও মৌসিনরামে গত আড়াই দশকের মধ্যে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়। গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে আসাম ও মেঘালয়ে তিন দিনের টানা বৃষ্টির পানি ঢল হয়ে নামতে শুরু করে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে। এর মধ্যে দেশেও শুরু হয় বর্ষাকালীন বর্ষণ। এতে সিলেট বিভাগের প্রায় সব জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়।

সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সুনামগঞ্জ জেলায়। এই জেলার প্রায় সব এলাকা পানির নিচে। সিলেট জেলাতেও অবস্থা একই। স্থানীয়রা বলছেন, তাদের জীবদ্দশায় এমন ভয়াবহ বন্যা আর দেখেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/টিআর

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি পর্যবেকষণ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেখ হাসিনা সিলেট বন্যা পরিদর্শন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর