Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎপাদন বেড়েছে কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৬:১৯ | আপডেট: ১৯ জুন ২০২২ ১৭:১৯

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গেল কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানির পরিমাণ কিছুটা বেড়েছে। এতে পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র জল বিদ্যুৎকেন্দ্রটির তিন নম্বর ইউনিটটি চালু হওয়ায় উৎপাদনও বেড়ে গেছে।

রোববার (১৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের। তিনি বলেন, আজ (রোববার) সকাল ৮টা পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিটে ৩৯ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৯ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বিজ্ঞাপন

জল বিদ্যুৎকেন্দ্রের এই ব্যবস্থাপক জানান, কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ দিন ধরেই বন্ধ রয়েছে। আর হ্রদের পানি আরও বাড়লে ৪ নম্বর ইউনিটটি চালু করা হবে।

এ টি এম আব্দুজ্জাহের আরও বলেন, এখন বর্ষা মৌসুম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ফলে ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানিও বাড়ছে। পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।

কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্র কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ মিন সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৭৬ এমএসএল পানি থাকার কথা থাকলেও রোববার সকাল ৯টা পর্যন্ত ৭৭ দশমিক ৪ এমএসএল পানি রয়েছে।

কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট। পানি সংকটের কারণে এই হ্রদের পাঁচটি ইউনিটের মধ্যে দুইটি ইউনিট চালু ছিল। পানি বাড়ায় এখন মোট তিনটি ইউনিট চালু হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

উৎপাদন বেড়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর