এমভি বিলাসের কয়লা উত্তোলনে সময় লাগবে তিনদিন
২০ এপ্রিল ২০১৮ ১৬:৪৫ | আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৭:২৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বাগেরহাট: পাঁচদিন পর মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজ এম ভি বিলাস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। কয়লা উত্তোলনের কাজ সম্পন্ন হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।
শুক্রবার (২০ এপ্রিল) কার্গো থেকে কয়লা উত্তোলন দলের প্রধান ডুবুরি মো. সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সোহরাব হোসেন বলেন, ‘শুক্রবার সকাল থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়েছে। কয়লা উত্তোলনের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন লেগে যাবে। জাহাজটির অধিকাংশ কয়লা পাম্প করে বলগেটে রাখা হবে। এভাবে কয়লা উত্তোলনের পর ডুবন্ত এম ভি বিলাস জাহাজটি উদ্ধার করা হবে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ জানান, স্থানীয় ডুবুরি প্রতিষ্ঠান ‘হোসেন স্যালভেজ’ এর ১৫ জন ডুবুরি দিয়ে ড্রেজারের মাধ্যমে পাম্প করে এ কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। কয়লা উত্তোলন শেষে ডুবুরিরা ভাটার সময় কার্গো জাহাজটির তলদেশে দুই পাশ থেকে ওয়্যার (মোটা তার) টেনে দেবেন। এরপর জোয়ার শুরু হলে দুই পাশে টাগবোড দিয়ে ডুবন্ত জাহাজ এমভি বিলাসকে টেনে নদীর কিনারে নিয়ে আসবেন।
কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (অপারেশনস) লালন হাওলাদার জানান, উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করতে মালিক পক্ষের জোর তাগিদ দেয়ার পর আজ তারা কাজ শুরু করেছে।
কয়লার মালিকপক্ষ চট্রগ্রামের সাহারা এন্টারপ্রাইজের অপারেশন ম্যানেজার লালন হাওলাদার মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দুর্ঘটনায় কোম্পানিটির মোট ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে ওই সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। একই ঘটনায় লাইটার কার্গো এবং বন কর্তৃপক্ষও পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল ভোর ৩টার দিকে ডুবোচরে ধাক্কা লেগে ৭৭৫ মেট্রিন টন কয়লা নিয়ে কার্গোটি সুন্দরবনের পশুর নদের হাড়বাড়িয়া এলাকায় ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা সাত কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দুর্ঘটনার দুই ঘণ্টা পর এমভি শিবসা ডুবে যাওয়া এমভি বিলাস কার্গোটি উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হয়।
গত ১৮ এপ্রিল ডুবির পরের দিন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞানীরা ডুবে যাওয়া জাহাজের কাছ থেকে পানির নমুনা সংগ্রহ করে সেটা পরীক্ষা করেন তারা। সেখানকার পানিতে কোনো ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
সারাবাংলা/ এমএইচ/এমআইএস
আরও পড়ুন…
সুন্দরবনে কয়লা বোঝাই জাহাজ ডুবি
পশুরে কয়লার কার্গো উদ্ধারে ব্যর্থ ‘শিবসা’, দরকার বড় জাহাজ
১৫ দিনের মধ্যে উদ্ধারে ব্যর্থ হলে নিলামে উঠবে ডুবে যাওয়া কার্গো
কয়লাসহ কার্গো ডুবি: হুমকিতে কুমিরের প্রজনন ও ডলফিনের জীবনচক্র
কার্গোডুবি এলাকায় ক্ষতিকর পদার্থ পাওয়া যায়নি : পরিবেশ অধিদফতর
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook