Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২ বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব থাকছেন ইহসানুল করিম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৪:৫৫ | আপডেট: ১৯ জুন ২০২২ ১৫:২৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। রোববার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।

২০১৫ সালের ১৫ জুন ১ বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান ইহসানুল করিম। পরের দুই দফা তিন বছর করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার সর্বশেষ তিন বছর চুক্তির মেয়াদ গত ১৭ জুন শেষ হয়।

ইসানুল করিম সচিবের পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/এনআর/একে

ইহসানুল করিম জনপ্রশাসন মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর