Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিলেট ও সুনামগঞ্জে সড়ক কেটে পানি নামানো হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ১৩:৪৬ | আপডেট: ১৯ জুন ২০২২ ১৫:০৮

ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি নামতে শুরু করেছে। পানি সরাতে ওইসব এলাকার বেশ কয়েকটি সড়ক কেটে ফেলতে হয়েছে।

রোববার (১৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জের যে পরিস্থিতি তাতে পানি সরাতে রাস্তা না কেটে উপায় ছিল না।

কিছু রাস্তা কাটা হয়েছে জানিয়ে বলেন, যেখানে যেখানে রাস্তা কাটার প্রয়োজন, সেখানেই কাটা হবে।

এ সময় তিনি আরও জানান, রাজধানীতেও বন্যার সতর্কতা রয়েছে। তবে সে বন্যা কতটা বিস্তৃত হতে পারে সে পূর্ভাবাস এখনো কোনো প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়নি।

এ সময় রাজধানীর খাল ওয়াসা থেকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করায় সুফল পাওয়া গেছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকার জলাবদ্ধতা বেশ কমেছে। ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে এরই মধ্যে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার (১৮ জুন) বিকেলে মিন্টু রোডে সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার পানি অপসারণের প্রয়োজনে রাস্তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘সিলেটের বেশিরভাগ রাস্তা তলিয়ে গেছে। রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোথাও কোনো রাস্তার কারণে পানি অপসারণে বাধা পেলে সেই রাস্তা যেন কেটে ফেলা হয়। এর দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/জেআর/এএম

বন্যা সিলেট সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর