Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওয়ায় ২ ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২২ ০৯:৫৪

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষে এক গাড়িচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন, নিখোঁজ একজন। দুমড়েমুচড়ে গেছে ৫টি প্রাইভেটকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরীয়তপুরের জাজিরার কাছে শনিবার (১৮ জুন) মধ্যরাত ৩টার দিকে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় ফেরি দুটির একাংশ।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় সুফিয়া কামাল ফেরির এক গাড়িচালক মারা যান। দুই ফেরির অন্তত ১০ জন আহত হয়েছেন। দুমড়েমুচড়ে গেছে বেগম রোকেয়ায় থাকা পাঁচটি গাড়ি। এক চালক পদ্মায় ছিটকে পড়ে এখনো নিখোঁজ। দুই ফেরি দুইপারের ঘাটে নোঙ্গর করে।

সারাবাংলা/এএম

মুন্সীগঞ্জ শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর