Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় মানবিক সহায়তা হিসেবে সোয়া ২ কোটি টাকা বরাদ্দ

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২২ ২৩:২২

ঢাকা: সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা জন্যে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/বস্তা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুন) ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপসচিব লুৎফুন নাহারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যার জন্য তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১১টি জেলা প্রশাসকের অনুকূলে ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/বস্তা শুকনা ও অন্যান্য খাবার এবং ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে সিলেট জেলায় ৮০ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল ও ৭ হাজার প্যাকেট শুকনা খাবার, সুনামগঞ্জ জেলায় ৮০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনা খাবার, নেত্রকোনায় জেলায় ১০০ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট খাবার ও ২০ লাখ টাকা, রংপুর জেলায় ৩ হাজার প্যাকেট শুকনা খাবার, নীলফামারী জেলায় ৫ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট খাবার, কুড়িগ্রাম জেলায় ১০ লাখ টাকা ও ১ হাজার প্যাকেট খাবার, হবিগঞ্জ জেলায় ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট খাবার, মৌলভীবাজার জেলায় ১০০ মেট্রিক টন চাল, ২ হাজার প্যাকেট খাবার ও ১০ লাখ টাকা, শেরপুর জেলায় ১০ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনা খাবার, জামালপুর জেলায় ৪ হাজার প্যাকেট শুকনা খাবার ও কিশোরগঞ্জ জেলায় ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

বন্যা বরাদ্দ মানবিক সহায়তা সোয়া ২ কোটি