Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের উদ্ধারে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ২০:৫৫

নেত্রকোনা: সীমান্তবর্তী দুর্গাপুরে বন্যার্তদের উদ্ধারে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় উচ্চবিদ্যালয়ের সামনে থেকে শনিবার (১৮ জুন) বিকালের দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত আক্কাস আলী (২৭) দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামের আব্দুর রহিমের ছেলে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে তিনি স্রোতে ডুবে যান।

ওসি বলেন, ‘এক স্বজনের বাড়িঘর ভেসে যাচ্ছে এমন খবর পেয়ে আক্কাস লোকজন নিয়ে রওনা হন। পথে চণ্ডীগড় উচ্চবিদ্যালয়ের সামনে প্রবল স্রোতের মুখে পড়েন তারা। তার সঙ্গীরা সাঁতরে তীরে উঠলেও আক্কাস নিখোঁজ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার কাজ চালান। সন্ধান না পেয়ে শনিবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।’

ডুবুরি দল তিন ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে পরিবারে হস্তান্তর করেছে বলেও জানান ওসি শিবিরুল।

সারাবাংলা/এমও

নিখোঁজ যুবক বন্যার্তদের উদ্ধার মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর