Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশাসন প্রতিষ্ঠিত না হলে মৌলবাদীদের উত্থান হবে: হাফিজ উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ১৭:১৬

ঢাকা: দেশে যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের উত্থান হবে ব‌লে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত) মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার (১৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা যারা আধুনিক রাজনীতি করি। যারা বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা যদি ব্যর্থ হই তাহলে এ দেশে ধর্মীয় মূল্যবোধের উত্থান হবে। দেশের জনগণ সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। বিচার বিভাগ স্বাধীন থাকবে। দেশ থেকে টাকা পাচার হবে না। আধ‌ুনিক শিক্ষা ব‌্যবস্থা করা হ‌বে। এসব নিয়ে এখনই আলোচনা হওয়া দরকার।’

হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘দেশের সব বিরোধী দলগুলো য‌দি ঐক্যবদ্ধ হতে না পারি এবং ভবিষ্যতে এ রাষ্ট্র কিভাবে চলবে সেই রূপরেখা প্রণয়ন করতে যদি আমরা ব্যর্থ হই। তাহলে কি এই আওয়ামী লীগ সরকার চিরকাল ক্ষমতায় থাকবে? তারাও একদিন ক্ষমতায় থাকবে না। দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এখন চুপ করে থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তারা। হয়তো এই আন্দোলনের সুফল এই তথাকথিত রাজনৈতিক দলগুলো পাবে না। হয়তো ধর্মীয় মূল্যবোধের উত্থান হবে এদেশে। তাই আলোচনা প্রয়োজন, সবাইকে এক হয়ে দরকার কথা বলা।’

আলোচনায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমও

মৌলবাদীদের উত্থান সুশাসন হাফিজ উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর