Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় শনাক্ত ৩শ পেরিয়ে

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২২ ১৬:৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩০৪ জন। এর আগের দিন ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। সংক্রমণের পাশাপাশি সংক্রমণের হারও কিছুটা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে কেউ মারা যাননি।

শনিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২২টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০৪টি নমুনায়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো।

এদিকে, নতুন সংক্রমণের পাশাপাশি কমেছে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ, যা আগের দিন ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৩। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৫ হাজার ৭৫৮ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ৩০ মে সবশেষ করোনা সংক্রমণ নিয়ে একজন মারা গিয়েছিলেন। এরপর গত ২৪ ঘণ্টাসহ ১৮ দিন করোনায় আর কোনো মৃত্যু নেই। ফলে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১৩১ জনে স্থির রয়েছে। এ পর্যন্ত করোনায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৭ জন, নারী ১০ হাজার ৫৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য আরও বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৮৮০টি ল্যাবে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি, র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬২টি। মোট ল্যাবের মধ্যে সরকারি ৫৪৫টি, বেসরকারি ১১৭টি।

বিজ্ঞাপন

এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। নতুন ও পুরনো মিলে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ১২২টি। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯৩ লাখ ৬৫ হাজার ৯৯৩টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ লাখ ৫১ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ১৭ হাজার ২২৭টি।

সারাবাংলা/এসএসএ

করোনা করোনা সংক্রমণ

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর