Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাগ্নিকে ধর্ষণের মামলায় মামা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ১৬:৫৯

বরিশাল: বরিশালে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া চাচাতো ভাগ্নিকে (১১) ধর্ষণের মামলায় মামা হাফিজ হাওলাদারকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার হাফিজ উপজেলার বেজগাতি গ্রামের মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
শনিবার (১৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বিভিন্ন কৌশল অবলম্বন করে র‍্যাবের একটি অভিযানিক দল ধর্ষণ মামলার পলাতক আসামি হাফিজের অবস্থান ঢাকার সাভারে চিহ্নিত করে। এরপর সেখানে অভিযান পরিচালনা করে হাফিজকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, শনিবার সকালে হাফিজকে আদালতের মাধ্যমে জেলহাজতে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে একই বাড়ির স্কুলছাত্রী চাচাতো ভাগ্নির মুখ চেপে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে হাফিজ। এ ঘটনায় নির্যাতিতার নানী রুবিনা বেগম বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হাফিজ পলাতক ছিল।

সারাবাংলা/এমও

ধর্ষণের মামলা ভাগ্নি মামা গ্রেফতার